plexus-cloud

01 Aug 2023, 10:04

The same internet throughout the country || BBC Bangla CLICK

গ্রামের প্রতিটি ঘরে আলাদা রাউটারের পরিবর্তে এক বাড়িতে এক রাউটার, এক আইডি, এক পাসওয়ার্ড দিয়ে কম খরচে উচ্চগতির ইন্টারনেট সেবা দিচ্ছে স্বাধীন ওয়াইফাই।

যতই দিন যাচ্ছে ততোই যেন আমরা ব্রডব্যান্ড আর ওয়াইফাইয়ের উপর নির্ভরশীল হয়ে উঠছি। তবে শহর অঞ্চলে এতে ইন্টারনেটের চাহিদা মিটলেও, বরাবরই অবহেলায় যেন বাংলাদেশের গ্রামগুলি। 

ইন্টারনেট তো দূর অনেক জায়গায় মোবাইল নেটওয়ার্কও মেলা ভার। তার উপর ডেটাপ্যাকের বাড়তি খরচ তো আছেই। তবে ব্রডব্যান্ড ইন্টারনেট ভালো সমাধান হতে পারে এসব অঞ্চলে। এরইমধ্যে সেটা নিয়ে কাজ শুরু করেছে একটা কোম্পানি। 

গ্রামে কম খরচে ইন্টারনেট সহজলভ্য করার পাশাপাশি একেবারেই অনন্য একটা প্রযুক্তি নিয়ে হাজির হয়েছে স্বাধীন ওয়াইফাই।