01 Aug 2023, 05:59
কুমিল্লা জেলার মনোহরগঞ্জ উপজেলা একটি মনমুগ্ধকর প্রসিদ্ধ ব্যবসায়িক স্থান। ৩টি ইউনিয়নের কেন্দ্রবিন্দুতে অবস্থিত এই উপজেলা। এখানকার বাসিন্দা মো. মাসুদ দীর্ঘদিন ধরে উপজেলায় ইন্টারনেট সেবা দিয়ে আসছেন। কিন্তু তিনি চাচ্ছিলেন গ্রাহকদের আরও উন্নত ও নিরবিচ্ছিন্ন ইন্টারনেট সেবা দিতে। তাই সম্প্রতি দূর্দান্ত গতির ইন্টারনেট সেবা নিশ্চিত করার লক্ষ্যে ‘গ্রাম-বাংলার ইন্টারনেট’ খ্যাত স্বাধীন ওয়াই-ফাই এর সাথে কাজ শুরু করেন তিনি।
বর্তমানে স্বাধীন ওয়াই-ফাই সাপোর্ট সেন্টারের ইন্টারনেট সেবার মাধ্যমে মো. মাসুদ আজ স্বাবলম্বী। নিজের ব্যবসায়ের পাশাপাশি ৭ জনের কর্মসংস্থানও সৃষ্টি করেছেন তিনি। বছরের শেষ নাগাদ আরও কয়েকজন মানুষের কর্মসংস্থান সৃষ্টি করতে পারবেন বলেও জানান তিনি।
মাসুদ বলেন, স্বাধীন ওয়াই-ফাইয়ের একটি অনন্য প্যাকেজ হচ্ছে ফ্রিল্যান্সার প্যাকেজ। এই প্যাকেজের জন্য ২৪ ঘন্টা ডেডিকেটেড সার্ভিসের ব্যবস্থা রয়েছে যেন গ্রাম বা মফস্বলে বসে ফ্রিল্যান্সাররা দ্রুতগতির ইন্টারনেট সেবা পান। এর মাধ্যমে উপজেলার ফ্রিল্যান্সার, ই-কমার্স উদ্যোক্তারা ব্যাপকভাবে উপকৃত হচ্ছেন। এছাড়া এতদিন ইন্টারনেটে-চালিত ডিভাইসের মাধ্যমে গ্রাহকদের বিনোদন নেওয়ার সবচেয়ে বড় অন্তরায় ছিলো গতি। সে সমস্যারও চমৎকার সমাধান দিচ্ছে স্বাধীন ওয়াই-ফাই।
মাসুদ আরও জানান, এক পাড়ার মানুষ যখন আরেক পাড়ায় যায়, সাধারণ ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগের ক্ষেত্রে রাউটারের নির্দিষ্ট সীমার বাইরে চলে গেলে আর ওয়াই-ফাই নেটওয়ার্ক পায় না। কিন্তু স্বাধীন ওয়াই-ফাইয়ের ক্ষেত্রে বাইরে স্থাপন করা বিশেষ ডিভাইসের মাধ্যমে ঘরের বাইরে এক পাড়া থেকে অন্য পাড়াতে গেলেও রাউটার ছাড়াই ইন্টারনেট ব্যবহার সম্ভব। এমনকি অন্য পাড়ার কোনো বন্ধু বা আত্বীয়ের বাড়ীতে গেলেও চাইতে হবে না রাউটারের আইডি-পাসওয়ার্ড। স্বয়ংক্রিয়ভাবে তা নেটওয়ার্কের সাথে যু্ক্ত হয়ে যায়। রাউটারলেস ইন্টারনেট এবং সব ওয়াই-ফাই-এ একই পাসওয়ার্ডের সেবা দিচ্ছে স্বাধীন ওয়াই-ফাই।
স্বাধীন ওয়াই–ফাইয়ের কর্ণধার মোবারক হোসেন বলেন, মাসুদের মতো হাজার হাজার তরুণ এবং উদ্যোক্তার পাশে থেকে কর্মসংস্থান বৃদ্ধিতে কাজ করে যাচ্ছে স্বাধীন ওয়াই-ফাই। গ্রাম-বাংলার মানুষের ইন্টারনেটের একমাত্র অবলম্বন হতে চায় স্বাধীন ওয়াই-ফাই। যার ফলাফলস্বরূপ ইতোমধ্যে ১১৫৭টি গ্রামে পৌঁছে গেছে স্বাধীন ওয়াই-ফাই-এর সেবা।