plexus-cloud

03 Aug 2023, 10:02

How useful is Elon Musk's Starlink Internet for Bangladesh?

টেসলা, টুইটার, স্পেসএক্স, ইলন মাস্ক সবসময়েই আলোচনায় থাকতে পছন্দ করেন। ইন্টারনেট সেবার জন্য হাজারো স্যাটেলাইট আকাশে পাঠিয়ে দুনিয়া কাভার করে ফেলবেন এ আলোচনা বেশ পুরনো। নতুন হচ্ছে তাদের টিম বাংলাদেশে এসেছিলো, পাইলট প্রকল্প শুরু হওয়ার কথা বলা হচ্ছে। স্টারলিংকের ওয়েবসাইটের ম্যাপে বলা হচ্ছে ২০২৪ সাল থেকে বাংলাদেশে যাত্রা শুরু করবে তারা। কিন্তু বাংলাদেশের জন্য আদৌ কতটা উপযোগী বা কার্যকরী হতে পারে? একটু দেখে নেয়া যাক। দেখুন অর্চি অতন্দ্রিলার প্রতিবেদনে