01 Aug 2023, 11:58
গ্রামে ১০০ টাকায় ৬০০ জিবি আনলিমিটেড ইন্টারনেট দিচ্ছে স্বাধীন ওয়াইফাই। হবিগঞ্জের বাহুবল লামাতাশী ইউনিয়নের নন্দনপুরে এ কার্যক্রম শুক্রবার উদ্বোধন করেছে প্রতিষ্ঠানটি। অনুষ্ঠানে হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহ নেওয়াজ মিলাদ ও স্বাধীন ওয়াইফাইয়ের ব্যবস্থাপনা পরিচালক মোবারক হোসাইন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে গাজী মোহাম্মদ শাহ নেওয়াজ মিলাদ বলেন, এ ধরনের উদ্যোগের কারণে গ্রাম পর্যায়ে স্বল্পমূল্যে ইন্টারনেট সেবা পাবে। এতে গ্রামে বাস করা তরুণ প্রজন্মও তথ্যপ্রযুক্তি খাতে ভূমিকা রাখতে পারবে। স্বাধীন ওয়াইফাইয়ের ব্যবস্থাপনা পরিচালক মোবারক হোসাইন বলেন, স্বাধীন ওয়াইফাইয়ের মাধ্যমে দেশের প্রতিটি গ্রামে স্বল্পমূল্যে ইন্টারনেট পৌঁছে দিতে চাই। ইতোমধ্যে কক্সবাজার, বান্দরবান, উখিয়া, ফটিকছড়ি, খাগড়াছড়ি, কুমিল্লা, লালমনিরহাট, নওগাঁয় ওয়াইফাই সেবা চালু করেছে স্বাধীন ওয়াইফাই।